গুজরাট টাইটান্সের বিপক্ষে আজ ঘরের মাঠ এমএ চিদাম্বরমে মুখোমুখি চেন্নাই। টস হেরে শুরুতে ব্যাটিং করবে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করায় একাদশে টিকে গেছেন মুস্তাফিজুর রহমান। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এই ম্যাচে তাই পার্পল ক্যাপ পরে খেলতে দেখা যাবে তাকে।
এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। মহিশ থিকসানার জায়গায় সুযোগ পেয়েছেন শিভম দুবে, তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিংয়ের সময় ব্যবহার করা যাবে পেসার মাথিশা পাথিরানাকে। এক লঙ্কান আরেক লঙ্কানকে জায়গা করে দিলেও মূল একাদশে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
টসে জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে গুজরাট অধিনায়ক শুবমান গিল বলেছেন, দেখে ভালো উইকেট মনে হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে গুজরাট। এ ম্যাচে অপরিবর্তিত তারা।
অন্যদিকে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, তিনি বোলিং নিতে পারতেন। তবে আগে ব্যাটিং বা বোলিংয়ের মধ্যে পার্থক্য দেখেন না।