যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা। মঙ্গলবার তারা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও পতাকা উত্তোলনসহ অন্যান্য কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সকাল ৮টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে উঠে করুণ সুর। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, পরে আইজিপি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের নেতারা, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন)সভাপতি ও এসবির ডিআইজি আমেনা বেগমের নেতৃত্বে বিপিউব্লিউএন নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন।