মাধুরী-বিদ্যা: প্রথমবারের মতো একসঙ্গে নাচবেন

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’র প্রথম সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা বালান। সিনেমাটিতে ‘আমি যে তোমার’ গানের সঙ্গে অভিনেত্রীর নাচ সবার নজর কেড়েছিল। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায় বিদ্যাকে না দেখা গেলেও ১৭ বছর পর তৃতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’-এ ফিরছেন বিদ্যা। আর সিনেমাটি নতুন করে উপস্থাপন করা হবে গানটি। তবে গানটির দৃশ্যায়নে শুধু বিদ্যা বালান নন, সঙ্গে দেখা মিলবে মাধুরী দীক্ষিতের। এমন খবরই দিয়েছে পিঙ্কভিলা।
নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আগামী মে মাসেই গানটির দৃশ্যধারণ শুরু হবে। গানটিতে বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের সঙ্গে কার্তিক আরিয়ানকেও দেখা যাবে। মাধুরী ও বিদ্যার যুগলবন্দীতে দর্শকদের চমক দেওয়ার আশায় এ পরিকল্পনা করেছেন নির্মাতা অনীশ বাজমি এবং প্রযোজক ভূষণ কুমার।

ফাইল ছবি:ইন্টারনেট

‘ভুল ভুলাইয়া’ সিনেমার কথা উঠলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ংকর রূপের কথা আসবেই। অভিনেত্রীর দুর্দান্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুল ভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু।

ফাইল ছবি:ইন্টারনেট

তবে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে আবারও বিদ্যা বালানের চরিত্রকে ফিরিয়ে আনছেন পরিচালক। বিদ্যা বালানের যুক্ত হওয়ার খবর দেন রুহ বাবা কার্তিক আরিয়ান নিজেই।
এর আগে ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় মনোবিদের ভূমিকায় দেখা যায় অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভুতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের।

সেই ধারাবাহিকতা এর দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে জমেছিল। তাই তো স্বাভাবিকভাবেই এর তৃতীয় কিস্তি নিয়েও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
আগামী দিওয়ালিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছে নির্মাতারা। ইতিমধ্যেই সিনেমাটির শুটিংয়ে কলকাতার রাস্তায় দেখা গেছে কার্তিক আরিয়ানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »