‘ম্যাচিউরিটি আসে নাই’
বিয়ে নিয়ে প্রায়ই ট্রলের শিকার হন চিত্রনায়ক জায়েদ খান। সেগুলো তাঁরও চোখে পড়ে। কিন্তু এসব নিয়ে কে কী বললেন, তা নিয়ে ভাবেন না এই অভিনেতা। তিনি মনে করেন, দিন শেষে বিয়েটা তো তাঁকেই করতে হবে। তাঁকেই সংসার করতে হবে। তাই ট্রল দেখে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে চান না। তিনি বলেন, ‘আমি আবেগের বশে বিয়ে করব না। সত্যি বলতে, আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই। পরিবারের কাছে আমি এখনো ছোট। তারা সবাই একই কথা বলে। এ জন্য আমি বিয়ে নিয়ে সময় নিতে চাই।’
জায়েদ জানান, তিনি ছোটবেলা থেকে আদরে বড় হয়েছেন। যে কারণে এখনো অনেক কিছুই বুঝে উঠতে পারেন না, সেখানে বিয়ে তো অনেক বড় বিষয়। তাঁর মতে, একটা মেয়ে শুধু ঘরে আনলেই হবে না। তাঁর সঙ্গে বোঝাপড়া দরকার। জায়েদ বলেন, ‘আমি বিভিন্ন সময় বলেছি, আমাকে অনেক মেয়েই বিয়ে করতে চান। বিয়ে করলেই কি সব সমাধান? আমি শিল্পী, আমার আলাদা জীবন আছে। সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এখন হুট করে বিয়ে করে খবরের শিরোনাম হতে চাই না—জায়েদ খানের বিয়ে ভেঙে গেল। ম্যাচিউরিটি এলেই বিয়ে করব।’